আপনি ও আপনার অবচেতন মনের শক্তি

আপনি ও আপনার অবচেতন মনের শক্তিরথীন ঘোষ
প্রতিটা মানুষের দুটো করে মন আছে, একটি চেতন মন ও অপরটি অবচেতন মন, চেতন মন আমরা সবাই জানি, কিন্তু এবাদেও একটি মন আছে, যাকে বিজ্ঞান অবচেতন মন বলে এই অবচেতন মনই মানুষের ভাগ্য নিয়ন্ত্রন করে মানুষের জীবনে ভালোমন্দ সব কিছুর জন্য দায়ী অবচেতন মন, এই অবচেতন মন কে যদি মানুষ নিয়ন্ত্রন করতে শিখে যায় তাহলে, মানুষের জীবনে সমস্ত সুখ ও সাচ্ছন্দ সম্ভব
আপনি যদি অবচেতন মনকে নিয়ন্ত্রন শিখে যান, তাহলে আপনার জীবনে কোনো অভাব থাকবে না আপনার জীবনের সমস্ত কাজগুলো আপনার ইচ্ছামতো হবেআপনার জীবনে যখন যা দরকার তা স্বাভাবিক ভাবেই হবে
মানুষ সারা জীবন শুধু কষ্ট, দুঃখ, দারিদ্র, অভাব ভোগ করার জন্য এই পৃথিবী তে আসেনিএই বিশ্বের প্রতিটা মানুষ ইশ্বর পুত্রসৃষ্টি কর্তা তার নিজের সন্তানদের কোন সময়ই দুঃখ কষ্ট দেন নাআমরা যখন দুঃখে থাকি তখন আমাদের চেয়ে হাজার গুণ বেশী আমাদের ভগবান দুঃখে থাকেনতাই আমাদের সব সময় হান্সি-খুশি থাকা উচিৎ
চেতন মনকে আমরা সকলেই বুঝতে পারিজাগ্রত অবস্থায় আমরা যে কাজ সমস্ত করি তা সব চেতন মন দিয়েআমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের মন সচল থাকেসে আমাদের স্বপ্ন দেখায়কিন্তু আমাদের শরীর ঘুমিয়ে থাকে, তার আশে পাশে কি হচ্ছে সে জানে নাআমরা রাতে প্রচুর স্বপ্ন দেখি, আমাদের শুধু শেষের স্বপ্নটাই মনে থাকেআমরা সারা দিন যা ভাবি তাই আমরা স্বপ্নে দেখিআমরা যদি সারাদিন খারাপ ভাবি, রাতে স্বপ্নে আমরা তাই দেখিআমরা যদি সারা দিন ভালো ভাবি তাহলে রাতে আমাদের ভালো স্বপ্ন হয়
স্বপ্ন দেখার কাজটা যেহেতু অবচেতন মনের, তাই অবচেতন মনে সেই জিনিষ গুলোর প্রোগ্রামিং হয়ে যায়পরবর্তীতে আমাদের জীবনে সেই ঘটনা গুলোই ঘটতে থাকে
এই অবচেতন মনের ব্যপারটা আমি আর একটু বিশদে বলছিএই আমি আপনাকে এখন বললাম আপনি চোখ বন্ধ করে, আপনার মায়ের কথা ভাবুন, আপনি ভাবলেন, কি হল আপনার মানস পটে আপনি আপনার মায়ের ছবি দেখতে পেলেনএবার আমি বললাম আপনি চোখ বন্ধ করুন, এবার আপনি বাঁদরের কথা ভাববেন নাকি হল ? এবারও বাঁদরের ছবি দেখলেনআমি কিন্তু আপনাকে বাঁদরের কথা ভাবতে মানা করে ছিলাম, কিন্তু অবচেতন মন বাঁদরের ছবি দেখিয়ে দিল
অবচেতন মনের এই একটা মুস্কিল সে হ্যাঁ বা না বোঝে নাআপনি যেই জিনিষের কথা বলবেন, আপনি না চাইলেও তাই আপনাকে দেখাবেআপনার অবচেতন মন যা আপনাকে দেখাবে তাই আপনার জীবনে ঘটে যাবে
এই অবচেতন মনের শক্তি কে আমরা বিভন্ন ভাবে কাজে লাগাতে পারিপড়াশুনার ক্ষেত্রে খুব ভালো মত কাজে লাগানো যায়রাতে ঘুমাতে যাওয়ার ছয় ঘণ্টা আগে মানুষ যা যা করে তাই তার অবচেতন মন সারা রাত ভাবতে থাকেবিশেষ করে এক ঘণ্টা আগে যা করে, ঘুমাবার পর অবচেতন মন সেটাই ভাবতে থাকেতাই আমি আমার সেমিনারে জোর দিয়ে বলি রাতে ঘুমাবার ছয় ঘণ্টা আগে এমন কিছু কাজ করা উচিৎ যা আপনি হতে চানবিশেষ করে এক ঘণ্টা আগে
আমার মেমারী টেকনিক অনেক পিছিয়ে পড়া ছাত্রেরও জীবন ভালো করে দিয়েছেসারাদিন যা পড়াশুনা করলেন রাতে ঘুমিয়ে চোখ বন্ধ করে সেই পড়াগুলো ভাবুনদেখুন সব পর পর মনে পড়ে যাবেপ্রথম প্রথম একটু অসুবিধা হলে, উঠে বই বা নোট খাতা দেখে নিবেনদেখবেন আপনি ঘুমিয়ে যাবেন কিন্তু আপনার অবচেতন মন সারা রাত পড়াশুনা চালিয়ে যাবেসকালে দেখবেন আপনার পড়া মুখস্ত হয়ে গেছেআপনি নিজেই খুব আশ্চর্য বোধ করবেন, যে আপনার ভিতর এই আশ্চর্য শক্তি কোথায় ছিল
অবচেতন মনের আর একটা সুন্দর ব্যবহার আপনি পাবেন সকালে ঘুম থেকে ওঠার ক্ষেত্রেরাতে ভেবে ঘুমান সকালে কটায় উঠবেন উঠে কি করবেনকোন একটা কাজ ভেবে রাখবেনআপনি নিজেই আশ্চর্য হবেন যে, আপনি ঠিক আপনার দেওয়া সময়ে উঠে পরেছেনকোন এলারমের দরকার হয় নি


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালো চিন্তা

দাম্পত্য