দাম্পত্য

দাম্পত্য – রথীন ঘোষ

আমার মনে হয় এই জগৎ সংসারে পবিত্র একটা সম্পর্ক হল স্বামী ও স্ত্রী, যেখানে সৃষ্টির বীজ লুকায়িত এই সম্পর্ক এত পবিত্র ও দৃঢ় যে একবার জোড়া লাগলে তা আর ভাংতে পারে না কিন্তু তাও দেখা যায় আজকাল বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেরেই চলেছে আমার মনে হয় এই সম্পর্ক গুলো ঠিক মত জোড়া লাগেনি তাই বাঁধন আলগা হয়ে যায়, জোড়া লাগলে তো ভাঙার প্রশ্ন অনেক সময় প্রশ্ন ওঠে একজন পুরষের জীবনে কে বেশী আপন মা না বউ, আমি মনে করি দুটো সম্পর্ক একে অপরের সহায়ক অনেকে বলে থাকেন, বউ মরলে বউ পাবি মা মরলে মা পাবি না আসলে এই পুরুষ তান্ত্রিক সমাজে, প্রায় আমাদের সকলের এটাই মনের কথা কিন্তু আমরা ভুলে যাই বউ টাও কারও মা হয়েছে বা হবে, আর মা ও হল কারও বউ অর্থাৎ এই যুক্তিটা খুবই ছেদো যুক্তি ও আপেক্ষিকতার দোষে দুষ্ট এব্যাপারে আমার একটা খুব সহজ ও সরল যুক্তি আছে, আপনারাও নিশ্চয়ই একমত হবেন বিভিন্ন সম্পর্ক গুলোর মধ্যে মানুষ এক মাত্র তার স্ত্রী বা পুরুষের সঙ্গেই উলঙ্গ বা পকৃতিগত অবস্থাতে মিলিত হতে পারে একটা ব্যাপার লক্ষনীয় স্ত্রী পুরুষ যদি তারা নিজেদের মধ্যে সব ব্যাপারে পুরোপুরি উলঙ্গ হতে পারে তাহলে বিভেদ বা বিচ্ছেদের প্রশ্নই থাকবে না জীবনের যে জায়গা গুলো তারা উলঙ্গ হতে পারেনা সেই জায়গা গুলতে ফোড়া হয়, পুঁজ হয়, পচন ধরে যায়, তার পর কেটে বাদ দিতে হয় মানে বিচ্ছেদ
আপনার সুখী দাম্পত্য জীবনের জন্য, রথীন ঘোষের সূখী বিবাহিত জীবন সেমিনারে ও ওয়ার্কশপে যোগ দিন ও কাউন্সিলিঙ্গের জন্য আসুন বিখ্যাত Motivational Speaker, Life Coach & Mind Power Trainer Rathin Ghose, Kolkata, West Bengal, India.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালো চিন্তা

আপনি ও আপনার অবচেতন মনের শক্তি

সতী নারী