মাছি ও মৌমাছি

মাছি ও মৌমাছি
                 রথীন ঘোষ
মাছি আর মৌমাছি দুইজনেই একই পরিবেশে থাকে, কিন্তু একটা ব্যপার লক্ষ্য করলে দেখা যায়, মাছি শুধু নোংরার মধ্যেই বসে, কিন্তু মৌমাছি ফুলের উপরই বসে মাছি নোংরা থেকেই খাবার খায়, জগতের কোন উপকার ও করে না, মাছিকে কেউ ভালোও বাসে না
কিন্তু অন্যদিকে মৌমাছি ফুলেও নোংরা থাকলেও সেই নোংরার না নিয়ে কেবল ফুলের মধুটুকুই নেয়
ঠিক আমাদের সমাজে বেশীরভাগ লোক মাছি চরিত্রের অল্প কিছু লোক মৌমাছি চরিত্রের
যেখানেই দেখ নেগেটিভ প্রবৃত্তির লোক শুধু সব সময় বন বন করতে থাকবে নিজের ও মাথা খারাপ অন্যদেরও করবে
কতটা বন বন করবে, জোরে করব্না আসতে করবে, বামে করবে না ডাইনে করবে তার জন্য গাইড করার জন্য রয়েছে বাংলার দুই কৃতী সন্তান সুমন বাবু ও মোউপিয়াদি, একজন কম্পিটিশনে থাকতে না পেরে এখন কিছু ভালো কাজ করছে
আরে বাবা তোরাও পারিস ২৪ ঘণ্টা শুধু আনন্দ আনন্দ করিস আর নিরানন্দের কথা বলিস মাঝে মাঝে তারাতে যা দেখবি এগুলোর অনেক উপরে উঠে যাবি
দেশের লোক সুস্থ চিন্তা না করতে পারে তাহলে আর দেশ এগবে কোন দিক দিয়ে
এই যা অনেক কষ্টে মৌমাছি হওয়ার দীক্ষা নিয়েছিলাম, আবার মাছি হয়ে গেলাম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালো চিন্তা

আপনি ও আপনার অবচেতন মনের শক্তি

সতী নারী