সফল অভিভাবকত্ব।
https://www.youtube.com/watch?v=sB7M72N3oq8&t=431s&spfreload=5 সফল অভিভাবকত্ব। রথীন ঘোষ আপনার সন্তান কি আপনার কথা শোনে না? আপনার সন্তান কি সব সময় টিভি, মোবাইল, ভিডিও গেম নিয়ে থাকতে চায়? আপনার সন্তান কি বাজে ছেলে -মেয়ে দের সঙ্গে মিশছে? আপনার সন্তান কি সব সময় কিছু না কিছু বাজে জিনিষের চাহিদা করছে? আপনার সন্তান কি আপনার কষ্টার্জিত টাকা গুলোকে জলের মতো খরচ করছে? যদি উপরের কথাগুলোর একটিও আপনার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে, আপনাকে অনুরোধ করছি আমার এই পুরো লেখাটা পড়ার জন্য। আমার এই লেখা গুলো বিশ্বাস করবেন না, হ্যাঁ একদম বিশ্বাস করবেন না, আপনার জীবনে পরীক্ষা করে দেখে নিন। প্রতিটা শিশু আমার জন্য ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার, যা আমরা বাবা-মা হওয়ার মাধ্যমে পাই। আমি কথা দিচ্ছি আমার এই লেখাটি পড়ার পর আপনার সন্তানের ব্যবহারে পরিবর্তন আসবেই, ভগবানের জীবন নির্মাণের কার্যকলাপে আমরা প্রত্যেকে খুব ভালো ঈশ্বরের পার্টনার হতে পারব। যখন আমাদের সন্তানেরা দুষ্টুমি করে তখন আমরা কি করি? প্রথমে তাদের মানা করি, বলি দেখ বাবু, দেখ সোনা, সব সময় টিভি দেখা ভালো না, পড় ভালো করে পড়তে হবে, টাস্ক কর,...